Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 14:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 অতএব তোমাদের যাহা ভাল, তাহা নিন্দার বিষয় না হউক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 অতএব তোমাদের যা ভাল, তা নিন্দার বিষয় না হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তুমি যা ভালো মনে করো, সেই বিষয়ে তাকে মন্দ কথা বলার সুযোগ দিয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তোমরা যা ভাল মনে কর তা যেন অপরের কাছে নিন্দনীয় না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 অতএব তোমাদের যাহা ভাল, তাহা নিন্দার বিষয় না হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তাহলে তোমার কাছে যা ভাল, তা যেন অপরের কাছে নিন্দিত না হয়।

অধ্যায় দেখুন কপি




রোমীয় 14:16
6 ক্রস রেফারেন্স  

মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না; সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম, ভাবিয়া চিন্তিয়া তাহাই কর।


সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাক।


তাহাতে রূৎ প্রাতঃকাল পর্যন্ত তাঁহার চরণসমীপে শুইয়া রহিল, পরে কেহ তাহাকে চিনিতে পারে, এমন সময় না হইতে উঠিল; কারণ বোয়স কহিলেন, খামারে এই স্ত্রীলোকটি যে আসিয়াছে, ইহা লোকে জ্ঞাত না হউক।


সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূতা হয়, এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন