রোমীয় 14:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার কর? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ কর? আমরা সকলেই ত ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কিন্তু তুমি কেন তোমার ভাইয়ের বিচার কর? কেনই বা তুমি তোমার ভাইকে তুচ্ছ কর? আমরা সকলেই তো আল্লাহ্র বিচারাসনের সম্মুখে দাঁড়াব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তাহলে তুমি কেন অপর বিশ্বাসীর বিচার করো? কিংবা, কেনই বা অপর বিশ্বাসীকে ঘৃণা করো? কারণ আমরা তো সকলেই ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াব! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাই কেন তোমাদের ভাইয়ের বিচার কর, কেনই বা তাদের অবজ্ঞা কর। মনে রেখ, আমাদের সকলকেই একদিন ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, তিনি বিচার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার কর? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ কর? আমরা সকলেই ত ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাহলে তোমরা কেন খ্রীষ্টেতে তোমার এক ভাইয়ের দোষ ধর? তোমার ভাইয়ের থেকে তুমি ভাল, এমন কথাই বা ভাব কি করে? আমাদের সকলকেই ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। আর ঈশ্বর আমাদের বিচার করবেন। অধ্যায় দেখুন |