রোমীয় 11:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আহা! ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাঁহার বিচার সকল কেমন বোধাতীত! তাঁহার পথ সকল কেমন অননুসন্ধেয়! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আহা! আল্লাহ্র ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন সীমাহীন! তাঁর বিচারগুলো কেমন বোধের অতীত! তাঁর পথগুলো কেমন সন্ধানের অতীত! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 আহা, ঈশ্বরের প্রজ্ঞার ঐশ্বর্য ও জ্ঞান কত গভীর! তাঁর বিচারসকল কেমন অন্বেষণের অতীত, তাঁর পথসকল অনুসন্ধান করা যায় না! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আহা! ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাঁহার বিচার সকল কেমন বোধাতীত! তাঁহার পথ সকল কেমন অননুসন্ধেয়! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 হ্যাঁ, ঈশ্বর তাঁর করুণায় কতো ধনবান, তাঁর জ্ঞান ও প্রজ্ঞা কতো গভীর তার বিচারের ব্যাখ্যা কেউ করতে পারে না। তাঁর পথ কেউ বুঝতে পারে না। অধ্যায় দেখুন |
দিবারাত্র ত মনুষ্যের চক্ষু নিদ্রা দেখে না- তখন ঈশ্বরের সমস্ত কার্যের বিষয়ে ইহা দেখিলাম, সূর্যের নিচে যে কার্য সাধন করা যায়, মনুষ্য তাহার তত্ত্ব পাইতে পারে না; কারণ যদিও মনুষ্য তাহার অনুসন্ধানের জন্য পরিশ্রম করে, তথাপি তাহার তত্ত্ব পাইতে পারে না; এমন কি, জ্ঞানবান লোকেও যদি বলে, জানিতে পাইব, তবু তাহার তত্ত্ব খুঁজিয়া পায় না।