রূতের বিবরণ 4:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 পরে বোয়স নগরের দশ জন প্রাচীনকে লইয়া কহিলেন, আপনারাও এই স্থানে বসুন। তাঁহারা বসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 পরে বোয়স নগরের দশ জন প্রধান ব্যক্তিকে নিয়ে বললেন, আপনারা এই স্থানে বসুন। তাঁরা বসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 বোয়স নগরের আরও দশজন প্রাচীনকে ডেকে বললেন, “এখানে আমার কাছে এসে বসুন।” তাঁরাও তাঁর কাছে এসে বসলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তারপর বোয়স নগরের দশজন নেতৃস্থানীয় ব্যক্তিকে ডেকে এনে বসালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে বোয়স নগরের দশ জন প্রাচীনকে লইয়া কহিলেন, আপনারাও এই স্থানে বসুন। তাঁহারা বসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তারপর বোয়স কয়েক জন সাথী জোগাড় করল। শহরের দশ জন প্রবীণ লোককে সে ডাকল। তাদের বলল, “বসো!” তারা বসল। অধ্যায় দেখুন |