Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 4:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 তখন নয়মী বালকটিকে লইয়া নিজের কোলে রাখিল, ও তাহার ধাত্রী হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তখন নয়মী বালকটিকে নিয়ে নিজের কোলে রাখল ও তার ধাত্রী হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 এরপর নয়মী ছেলেটিকে বুকে জড়িয়ে ধরল এবং তার যত্ন নিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 নয়মী শিশুটিকে কোলে তুলে নিলেন। তার দেখাশোনা করতে লাগলেন ও সেবাযত্নের ভার নিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তখন নয়মী বালকটীকে লইয়া নিজের কোলে রাখিল, ও তাহার ধাত্রী হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 নয়মী ছেলেকে কোলে তুলে নিলো এবং তাকে আদর-যত্ন করল।

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 4:16
2 ক্রস রেফারেন্স  

[এই বালকটি] তোমার প্রাণ পুনরায় সঞ্জীবিত করিবে, ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে; কেননা যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত পুত্র হইতেও উত্তমা, তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে।


পরে ‘নয়মীর এক পুত্র জন্মিল’, এই বলিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম রাখিল; তাহারা তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা, আর যিশয় দায়ূদের পিতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন