রূতের বিবরণ 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তিনি যখন শয়ন করিবেন, তখন তুমি তাঁহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও; পরে সেই স্থানে গিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও; তাহাতে তিনি নিজে তোমার কর্তব্য তোমাকে কহিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তিনি যখন শয়ন করবেন, তখন তুমি তাঁর শয়ন স্থান দেখে নিও; পরে সেই স্থানে গিয়ে তাঁর পা অনাবৃত করে শয়ন করো; তাতে তিনি নিজে তোমার কর্তব্য তোমাকে বলবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যখন তিনি শুতে যাবেন, ভালো করে দেখবে তিনি কোথায় শুয়েছেন। ভিতরে গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে, তুমি তাঁর পায়ের তলায় শোবে। তখন তিনি তোমাকে কী করতে হবে তা বলে দেবেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ভাল করে লক্ষ্য করো যে সে কোথায় শোয়। তারপর সে ঘুমিয়ে পড়লে তার পায়ের দিকের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়বে। তখন কি করতে হবে সে-ই তোমাকে বলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তিনি যখন শয়ন করিবেন, তখন তুমি তাঁহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও; পরে সেই স্থানে গিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও; তাহাতে তিনি আপনি তোমার কর্ত্তব্য তোমাকে কহিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 খাওয়ার পর সে বিশ্রাম করবে। দেখবে কোথায় সে শোয়। তারপর সেখানে গিয়ে তার পা থেকে ঢাকাটা তুলে সেখানে শুয়ে পড়বে। সে তোমাকে বলে দেবে বিয়ের ব্যাপারে তুমি কি করবে।” অধ্যায় দেখুন |