রূতের বিবরণ 2:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পরে বোয়স রূৎকে কহিলেন, বৎসে, বলি শুন; তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে বোয়স রূৎকে বললেন, বৎসে, বলি, শোন; তুমি শস্য কুড়াতে অন্য ক্ষেতে যেও না, এই ক্ষেত থেকে চলে যেও না, কিন্তু এখানে আমার যুবতী বাঁদীদের সঙ্গে সঙ্গে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তাই বোয়স রূতকে বললেন, “বাছা আমার, খুব মন দিয়ে আমার কথা শোনো, এই জমি ছেড়ে আর অন্য কোনো লোকের জমিতে শিষ কুড়াতে যেয়ো না। এখানে আমার দাসীদের সঙ্গে থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তখন বোয়স রূথকে বললেন, তোমায় একটা কথা বলি শোন। এই ক্ষেত ছাড়া অন্য কোথাও শীষ কুড়াতে যেও না। এখানে মেয়েদের সঙ্গে কাজ কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে বোয়স রূৎকে কহিলেন, বৎসে, বলি শুন; তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 বোয়স তখন রূতকে বলল, “শোনো মেয়ে, তুমি এই ক্ষেতেই থেকে যাও এবং তোমার জন্য শস্য কুড়িয়ে নিও। অন্য কোথাও আর তোমাকে যেতে হবে না। আমার ক্ষেতের দাসীদের সঙ্গে সঙ্গে তুমি ঘুরবে। অধ্যায় দেখুন |