যোয়েল 3:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাইয়া তুল, যোদ্ধা সকল নিকটবর্তী হউক, উঠিয়া আইসুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তোমরা জাতিদের মধ্যে এই কথা তবলিগ কর, যুদ্ধের জন্য প্রস্তুত হও, বীরদেরকে জাগিয়ে তোল, যোদ্ধারা কাছে আসুক, উঠে আসুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও! যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো! সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 জাতিবৃন্দের কাছে এই কথা ঘোষণা কর: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, যোদ্ধাদের আহ্বান কর, সৈন্য সমাবেশ কর, এগিয়ে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাইয়া তুল, যোদ্ধা সকল নিকটবর্ত্তী হউক, উঠিয়া আইসুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তোমরা জাতিগণের কাছে এই কথা ঘোষণা কর: তোমরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর! বলবান সৈন্যদের জাগিয়ে তোল! সমস্ত যোদ্ধা যুদ্ধে প্রবেশ করুক। অধ্যায় দেখুন |