যোয়েল 3:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি যিহূদা ও যিরূশালেমের বন্দিদশা ফিরাইব, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি এহুদা ও জেরুশালেমের বন্দীদশা ফিরাব, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “সেইসব দিনে ও সেই সময়ে, যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 দেখ, সেদিন যখন আমি যিহুদীয়া ও জেরুশালেমের হৃতগৌরব পুনরুদ্ধার করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি যিহূদা ও যিরূশালেমের বন্দিদশা ফিরাইব, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “সেই সময় আমি যিহূদা ও জেরুশালেমের লোকদের বন্দী দশা হতে ফিরিয়ে আনব। অধ্যায় দেখুন |
আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন; এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব।