যোয়েল 2:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 মাবুদের ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হয়ে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে, সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 প্রভুর নির্দিষ্ট মহাভয়ঙ্কর দিন আবির্ভাবের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র হয়ে যাবে রক্তিম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্ব্বে সূর্য্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্তের মত লাল হয়ে যাবে। আর তারপর প্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসবে! অধ্যায় দেখুন |