যোয়েল 2:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 কে জানে যে, তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং তাঁহার পশ্চাতে আশীর্বাদ, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, রাখিয়া যাইবেন না ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কে জানে যে, তিনি ফিরে অনুশোচনা করবেন না এবং তাঁর পিছনে দোয়া, অর্থাৎ তোমাদের আল্লাহ্ মাবুদের উদ্দেশে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্য রেখে যাবেন না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন— ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমাদের প্রভু পরমেশ্বর মত পাল্টাতেও পারেন, আশীর্বাদে অভিষিক্ত করে তোমাদের দিতে পারেন অঢেল শস্যসম্ভার। তখন তোমরা তাঁকে নিবেদন করতে পারবে ভোগ ও পেয় নৈবেদ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কে জানে যে, তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং আপনার পশ্চাতে আশীর্ব্বাদ, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, রাখিয়া যাইবেন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কে জানে, প্রভু হয়তো তাঁর মন পরিবর্তন করতে পারেন। এমনকি তিনি হয়তো তোমাদের জন্য পশ্চাতে আশীর্বাদ রেখেও যেতে পারেন। তাহলে তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি ও পেয় নৈবেদ্য উৎসর্গ করতে সক্ষম হবে। অধ্যায় দেখুন |