যোয়েল 1:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তুমি এমন কন্যার ন্যায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চট পরিহিতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তুমি এমন কন্যার মত মাতম কর, যেন যৌবনকালে স্বামীর শোকে চটের কাপড় পরেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ভাবী স্বামীর মৃত্যুতে বাগদত্তা তরুণী যেমন শোকে আকুল হয়ে কাঁদে, তোমরাও তেমনি আকুল হয়ে কাঁদো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তুমি এমন কন্যার ন্যায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চটপরিহিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 যার যুবক স্বামী মারা গেছে, সেই যুবতী মহিলার মত চটের পোষাক পরে কাঁদো। অধ্যায় দেখুন |