যোয়েল 1:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য; তাহার দন্তরাজি সিংহ-দন্তের ন্যায়, তাহার কশের দন্ত সিংহীর কশের দন্তের ন্যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কারণ আমার দেশের বিরুদ্ধে একটি জাতি উঠে এসেছে, সে বলবান ও অসংখ্য; তার দাঁতগুলো সিংহের দাঁতের মত, তার কশের দাঁত সিংহীর কশের দাঁতের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; তার আছে সিংহের মতো দাঁত, আছে সিংহীর মতো কশের দাঁত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আমাদের দেশ আক্রমণ করেছে! ভয়ঙ্কর তাদের তেজ, সংখ্যায় তারা অগণিত, ক্ষুরধার তাদের দাঁত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য; তাহার দন্তরাজি সিংহ-দন্তের ন্যায়, তাহার কশের দন্ত সিংহীর কশের দন্তের ন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এক বিশাল ও শক্তিশালী দেশ আমার দেশকে আক্রমণ করেছে। সেখানে অগনিত সৈন্য ছিল। তাদের অস্ত্রগুলি সিংহের দাঁতের মত ধারালো এবং সিংহের চোয়ালের মত শক্তিশালী। অধ্যায় দেখুন |