যোয়েল 1:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তোমরা আপন আপন সন্তানগণকে ইহার বৃত্তান্ত বল, এবং তাহারা আপন আপন সন্তানগণকে বলুক, আবার সেই সন্তানেরা ভাবী পুরুষপরম্পরাকে বলুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমরা তোমাদের সন্তানদেরকে এর বৃত্তান্ত বল এবং তারা তাদের সন্তানদেরকে বলুক, আবার সেই সন্তানেরা ভাবী পুরুষপরমপরাকে বলুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তোমাদের সন্তানদের কাছে একথা বলো, তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমরা নিজেদের সন্তানদের বলো এ কথা, তারা বলবে তাদের সন্তানদের কাছে, আর সেই সন্তানেরা পুরুষানুক্রমে বলবে তাদের বংশধরদের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমরা আপন আপন সন্তানগণকে ইহার বৃত্তান্ত বল, এবং তাহারা আপন আপন সন্তানগণকে বলুক, আবার সেই সন্তানেরা ভাবী পুরুষপরম্পরাকে বলুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তোমাদের সন্তানদের এই সম্বন্ধে বলো। তোমাদের সন্তানরা তাদের সন্তানদের বলুক। আবার তাদের সন্তানরা তাদের পরবর্তী প্রজন্মকে বলুক। অধ্যায় দেখুন |