যোয়েল 1:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিতেছি, কেননা অগ্নি প্রান্তরের চরাণী সকল গ্রাস করিয়াছে, তাহার শিখা ক্ষেত্রের সমস্ত বৃক্ষ দগ্ধ করিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 হে মাবুদ আমি তোমাকেই ডাকছি, কেননা আগুন মরুভূমির চরাণিগুলো গ্রাস করেছে, তার শিখা ক্ষেতের সমস্ত গাছ পুড়িয়ে ফেলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 হে প্রভু পরমেশ্বর তোমার কাছেই জানাই আমি আর্তনিবেদন, কারণ চরাণীর মাঠগুলো রোদে জ্বলে খাক্ হয়ে গেছে, গাছপালাগুলোও ঝলসে গেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিতেছি, কেননা অগ্নি প্রান্তরের চরাণী সকল গ্রাস করিয়াছে, তাহার শিখা ক্ষেত্রের সমস্ত বৃক্ষ দগ্ধ করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 প্রভু আমি সাহায্যের জন্য তোমায় ডাকছি, কারণ প্রান্তরের চারণভূমি আগুনে পুড়ে গেছে এবং খোলা মাঠের সমস্ত গাছ তাতে ঝলসে গেছে। অধ্যায় দেখুন |