যোয়েল 1:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর; হে যজ্ঞবেদির পরিচারকগণ, হাহাকার কর; হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পরিয়া সমস্ত রাত্রি যাপন কর; কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের অভাব হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 হে ইমামেরা, তোমরা চট পরে মাতম কর; হে কোরবানগাহ্র পরিচারকরা, হাহাকার কর; হে আমার আল্লাহ্র পরিচারকরা, এসো, চট পরে সমস্ত রাত যাপন কর; কেননা তোমাদের আল্লাহ্র গৃহে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্যের অভাব হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 হে যাজকেরা, চটের বসন পর, মন্দিরে গিয়ে বিলাপ কর সারারাত! সেবায়েতগণ, তোমরা, যারা বেদী সাজাও বিলাপ কর, হে ঈশ্বরের সেবকবৃন্দ, চটের বসন পরে বিলাপ কর। প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্যের জন্য কিছুই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর; হে যজ্ঞবেদির পরিচারকগণ, হাহাকার কর; হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পরিয়া সমস্ত রাত্রি যাপন কর; কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের অভাব হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হে যাজকগণ, চটের পোষাক পরে উচ্চস্বরে কাঁদো। তোমরা যারা বেদীর পরিচারকরা, উচ্চস্বরে কাঁদো। হে ঈশ্বরের দাসরা চটের পোশাক পরে ঘুমিয়ে থাকো। কারণ ঈশ্বরের মন্দিরে উৎসর্গ করার জন্য কোন শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য থাকবে না। অধ্যায় দেখুন |