যোহন 9:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 যে দিন যীশু কাদা করিয়া তাহার চক্ষু খুলিয়া দেন, সেই দিন বিশ্রামবার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যেদিন ঈসা কাদা করে তার চোখ খুলে দেন, সেদিন ছিল বিশ্রামবার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যেদিন যীশু কাদা তৈরি করে ব্যক্তির চোখ খুলে দিয়েছিলেন, সেই দিনটি ছিল বিশ্রামদিন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যীশু যেদিন লোকটির চোখে কাদালেপন করে তাকে দৃষ্টিদান করেছিলেন, সেদিন ছিল সাব্বাথ দিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যে দিন যীশু কাদা করিয়া তাহার চক্ষু খুলিয়া দেন, সেই দিন বিশ্রামবার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যে দিন যীশু মণ্ড তৈরী করে ঐ লোকটির চোখে লাগিয়ে তাকে দৃষ্টিশক্তি দান করেন, সে দিনটি ছিল বিশ্রামবার। অধ্যায় দেখুন |