যোহন 8:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে, সে পাপের দাস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 ঈসা জবাবে তাদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, যে কেউ গুনাহ্ করে, সে গুনাহ্র গোলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যীশু তাদের উত্তর দিলেন, “আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি পাপ করে, সে পাপেরই দাসত্ব করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যীশু তাদের বললেন, তোমাদের আমি সত্যই বলছি, পাপ যে করবে সে-ই পাপের ক্রীতদাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে, সে পাপের দাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি-যে ক্রমাগত পাপ করে চলে, সে পাপের দাস। অধ্যায় দেখুন |