যোহন 8:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে; কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের গুনাহের মধ্যেই তোমরা মরবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সেই কারণেই আমি তোমাদের বলেছি, তোমাদের পাপেই তোমাদের মৃত্যু হবে; আমি নিজের বিষয়ে যা দাবি করেছি, যে আমিই তিনি, তোমরা তা বিশ্বাস না করলে অবশ্যই তোমাদের পাপে তোমাদের মৃত্যু হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সেই জন্যই তোমাদের আমি বলছি যে নিজেদের পাপেই তোমরা মরবে। আমার এ আত্মপরিচয় যদি তোমরা বিশ্বাস না কর তাহলে নিজেদের পাপেই তোমরা মরবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে; কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তাই আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের পাপেই মরবে। তোমরা যদি বিশ্বাস না কর যে আমিই তিনি, তবে তোমরা তোমাদের পাপের জন্যই মরবে।” অধ্যায় দেখুন |