যোহন 6:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 এখানে একটি বালক আছে, তাহার কাছে যবের পাঁচখানি রুটি এবং দুইটি মাছ আছে; কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এখানে একটি বালক আছে, তার কাছে যবের পাঁচখানা রুটি এবং দু’টি মাছ আছে; কিন্তু এত লোকের মধ্যে তাতে কি হবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “এখানে একটি ছেলের কাছে যবের পাঁচটি ছোটো রুটি ও দুটি ছোটো মাছ আছে। কিন্তু এত লোকের মধ্যে ওতে কী হবে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এখানে একটি ছেলের কাছে যবের পাঁচখানা রুটি আর দুখানা ভাজা মাছ আছে কিন্তু এত লোকের পক্ষে এ কিছুই না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাঁহাকে কহিলেন, এখানে একটী বালক আছে, তাহার কাছে যবের পাঁচখানা রুটী এবং দুইটী মাছ আছে; কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “এখানে একটা ছোট ছেলে আছে, যার কাছে যবের পাঁচটা রুটি আর ছোট দুটো মাছ আছে, কিন্তু এত লোকের জন্য নিশ্চয়ই সেগুলি যথেষ্ট হবে না।” অধ্যায় দেখুন |