যোহন 6:66 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)66 ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস66 এতে তাঁর অনেক সাহাবী পিছিয়ে পড়লো, তাঁর সঙ্গে আর যাতায়াত করলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ66 সেই সময় থেকে বহু শিষ্য ফিরে গেল এবং তারা আর তাঁকে অনুসরণ করল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)66 এরপর যীশুর শিষ্যদের মধ্যে অনেকেই তাঁকে ত্যাগ করল, তাঁর সঙ্গে তারা আর মেলামেশা করত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)66 ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল66 এই কারণেই তাঁর শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তাঁর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। অধ্যায় দেখুন |