যোহন 6:54 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)54 যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস54 যে আমার গোশ্ত ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পেয়েছে এবং আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ54 যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন লাভ করেছে এবং শেষের দিনে আমি তাকে উত্থাপিত করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 যে আমার দেহ ভোজন করে ও পান করে আমার রক্ত, সে লাভ করে অনন্ত জীবন এবং অন্তিম দিনে আমি তাকে করব পুনরুত্থিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায়, আর শেষ দিনে আমি তাকে ওঠাবো। অধ্যায় দেখুন |