যোহন 6:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 কেহ যে পিতাকে দেখিয়াছে, তাহা নয়; যিনি ঈশ্বর হইতে আসিয়াছেন, কেবল তিনিই পিতাকে দেখিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 কেউ যে পিতাকে দেখেছে, তা নয়; যিনি আল্লাহ্র কাছ থেকে এসেছেন, কেবল তিনিই পিতাকে দেখেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 ঈশ্বরের কাছ থেকে যিনি এসেছেন, তিনি ব্যতীত আর কেউ পিতার দর্শন লাভ করেনি, একমাত্র তিনিই পিতাকে দর্শন করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 আমি বলি না যে পিতাকে কেউ দেখেছে। পিতার কাছ থেকে যাঁর আগমন, একমাত্র তিনিই দেখেছেন পিতাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 কেহ যে পিতাকে দেখিয়াছে, তাহা নয়; যিনি ঈশ্বর হইতে আসিয়াছেন, কেবল তিনিই পিতাকে দেখিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 আমি বলছি না যে, কেউ পিতাকে দেখেছেন। কেবলমাত্র যিনি পিতার কাছ থেকে এসেছেন তিনিই পিতাকে দেখেছেন। অধ্যায় দেখুন |