যোহন 5:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 কারণ যদি তোমরা মোশিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 কারণ যদি তোমরা মূসার উপর ঈমান আনতে, তবে আমার উপরও ঈমান আনতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 তোমরা যদি মোশিকে বিশ্বাস করতে, তাহলে আমাকেও বিশ্বাস করতে, কারণ তিনি আমারই বিষয়ে লিখেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 মোশিকে যদি তোমরা বিশ্বাস করতে তাহলে আমাকেও বিশ্বাস করতে। কারণ শাস্ত্রে আমারই কথা তিনি লিখে গেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 কারণ যদি তোমরা মোশিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 তোমরা যদি মোশিকে বিশ্বাস করতে তবে আমাকেও বিশ্বাস করতে, কারণ মোশি তা আমার বিষয়েই লিখেছেন। অধ্যায় দেখুন |