যোহন 4:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে, তাহার আবার পিপাসা হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 জবাবে ঈসা তাকে বললেন, যে কেউ এই পানি পান করে, তার আবার পিপাসা পাবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যীশু উত্তর দিলেন, “যে এই জল খাবে, সে আবার তৃষ্ণার্ত হবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যীশু বললেন, এ জল যারা পান করবে, তাদের আবার পিপাসা পাবে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে, তাহার আবার পিপাসা হইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যীশু তাকে বললেন, “যে কেউ এই জল পান করবে তার আবার তেষ্টা পাবে। অধ্যায় দেখুন |