যোহন 21:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 যীশু আসিয়া ঐ রুটি লইয়া তাঁহাদিগকে দিলেন, আর সেইরূপে মাছও দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 ঈসা এসে ঐ রুটি নিয়ে তাঁদেরকে দিলেন, আর সেভাবে মাছও দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যীশু এসে রুটি নিয়ে তাঁদের দিলেন, সেভাবে মাছও দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যীশু এসে নিজের হাতে তাঁদের রুটি ও মাছ পরিবেশন করলেন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যীশু আসিয়া ঐ রুটী লইয়া তাঁহাদিগকে দিলেন, আর সেইরূপে মাছও দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যীশু গিয়ে সেই রুটি নিয়ে তাঁদের দিলেন, আর সেই মাছ নিয়েও তাঁদের দিলেন। অধ্যায় দেখুন |