যোহন 2:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 জবাবে ঈসা তাঁদেরকে বললেন, তোমরা এই এবাদতখানা ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যেই তা উঠাবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 প্রত্যুত্তরে তিনি তাদের বললেন, “তোমরা এই মন্দির ধ্বংস করে ফেলো, আমি তিনদিনে আবার এটি গড়ে তুলব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যীশু তাঁদের বললেন, ধ্বংস কর এই মন্দির, আমি তিনদিনে এটি আবার গড়ে তুলব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এর উত্তরে যীশু তাদের বললেন, “তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি তিন দিনের মধ্যে একে আবার গড়ে তুলব।” অধ্যায় দেখুন |