যোহন 19:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 কারণ এই সকল ঘটিল, যেন এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়, “তাঁহার একখানি অস্থিও ভগ্ন হইবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 কারণ এসব ঘটলো, যেন পাক-কিতাবের এই কালাম পূর্ণ হয়, “তাঁর একখানি অস্থিও ভাঙ্গা হবে না।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 শাস্ত্রের বচন পূর্ণ হওয়ার জন্য এই সমস্ত ঘটল, “তাঁর একটিও হাড় ভাঙা হবে না” এবং অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 কারণ শাস্ত্রের এই বচন পূর্ণ হওয়ার জন্যই এই সব ঘটনা ঘটেছিল: ‘একটি অস্থিও তার ভগ্ন হবে না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 কারণ এই সকল ঘটিল, যেন এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়, “তাঁহার একখানি অস্থিও ভগ্ন হইবে না।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 এই সকল ঘটনা ঘটল যাতে শাস্ত্রের এই কথা পূর্ণ হয়: “তাঁর একটি অস্থিও ভাঙ্গবে না।” অধ্যায় দেখুন |