যোহন 18:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 তাহারা আবার চেঁচাইয়া কহিল, ইহাকে নয়, কিন্তু বারাব্বাকে। সেই বারাব্বা দস্যু ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 তারা আবার চেঁচিয়ে বললো, একে নয়, কিন্তু বারাব্বাকে। সেই বারাব্বা এক জন দস্যু ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 তারা চিৎকার করে উঠল, “না, ওকে নয়! বারাব্বাকে আমাদের দিন।” সেই বারাব্বা এক বিদ্রোহে অংশ নিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 তারা সমস্বরে চীৎকার করে উঠল, ওকে নয়, আমরা চাই বারাব্বাসকে। সেই বারাব্বাস ছিল একজন দস্যু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 তাহারা আবার চেঁচাইয়া কহিল, ইহাকে নয়, কিন্তু বারাব্বাকে। সেই বারাব্বা দস্যু ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 তারা আবার চিৎকার করে বলল, “একে নয়! বারাব্বাকে!” (এই বারাব্বা ছিল একজন বিদ্রোহী।) অধ্যায় দেখুন |