যোহন 18:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 যাহা বলিয়া তিনি দেখাইয়া দিয়াছিলেন, তাঁহার কি প্রকার মৃত্যু হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 যেন ঈসার সেই কথা পূর্ণ হয়, যা বলে তিনি দেখিয়ে দিয়েছিলেন, তাঁর কি রকম মৃত্যু হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তাঁর কীভাবে মৃত্যু হবে, সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে যীশু যে কথা বলেছিলেন, তা সফল হয়ে ওঠার জন্যই এরকম ঘটল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 কি ধরণের মৃত্যু তাঁকে বরণ করতে হবে, সে সম্বন্ধে যীশু যেকথা বলেছিলেন, এভাবে তা সফল হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 যেন যীশুর সেই বাক্য পূর্ণ হয়, যাহা বলিয়া তিনি দেখাইয়া দিয়াছিলেন, তাঁহার কি প্রকার মৃত্যু হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 (কিভাবে তাঁর মৃত্যু হবে সে বিষয়ে যীশু যা ইঙ্গিত করেছিলেন তা পূরণ করতেই এই ঘটনাগুলি ঘটল।) অধ্যায় দেখুন |