যোহন 17:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি; যেন তাহারা এক হয়, যেমন আমরা এক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ, তা আমি তাদেরকে দিয়েছি; যেন তারাও এক হয়, যেমন আমরা এক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তুমি আমাকে যে মহিমা দিয়েছিলে, তাদের আমি তা দিয়েছি, যেন তারা এক হয়, যেমন আমরা এক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যে গৌরব তুমি আমায় দিয়েছ আমি সেই গৌরব তাদের দিয়েছি, যেন তারা আমাদেরই মত একাত্ম হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি; যেন তাহারা এক হয়, যেমন আমরা এক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আর তুমি আমায় যে মহিমা দিয়েছ তা আমি তাদের দিয়েছি, যাতে আমরা যেমন এক, তারাও তেমনি এক হতে পারে। অধ্যায় দেখুন |