যোহন 16:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 যীশু তাঁহাদিগকে উত্তর করিলেন, এখন বিশ্বাস করিতেছ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 ঈসা জবাবে তাঁদেরকে বললেন, এখন বিশ্বাস করছো? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 যীশু উত্তর দিলেন, “অবশেষে তোমরা বিশ্বাস করলে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31-32 যীশু তাঁদের বললেন, এবার তোমরা বিশ্বাস করলে? দেখ, এমন সময় আসছে বরং এখনই সে লগ্ন উপস্থিত যখন তোমরা সকলে ছত্রভঙ্গ হয়ে আমাকে একলা ফেলে চলে যাবে যে যার গৃহে, তখনও আমি কিন্তু নিঃসঙ্গ থাকবে না, কারণ পিতা আমার সঙ্গে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 যীশু তাঁহাদিগকে উত্তর করিলেন, এখন বিশ্বাস করিতেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 যীশু তাঁদের বললেন, “তাহলে তোমরা এখন বিশ্বাস করছ? অধ্যায় দেখুন |