যোহন 14:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমি তোমাদেরকে এতিম অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তোমাদের আমি নিঃসহায় ফেলে যাব না, আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “আমি তোমাদের অনাথ রেখে যাবো না। আমি তোমাদের কাছে আসব। অধ্যায় দেখুন |