যোহন 13:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, আমি যাহা করিতেছি, তাহা তুমি এক্ষণে জান না, কিন্তু ইহার পরে বুঝিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 জবাবে ঈসা তাঁকে বললেন, আমি যা করছি, তা তুমি এখন জানতে পারছ না, কিন্তু এর পরে বুঝবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যীশু উত্তর দিলেন, “আমি কী করছি তা তুমি এখন বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যীশু বললেন, আমার কাজের মর্ম তুমি এখন বুঝবে না কিন্তু পরে বুঝবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, আমি যাহা করিতেছি, তাহা তুমি এক্ষণে জান না, কিন্তু ইহার পরে বুঝিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এর উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি যা করছি, তুমি এখন তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝবে।” অধ্যায় দেখুন |