যোহন 13:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 যীশু উত্তর করিলেন, আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দিবে? সত্য, সত্য, আমি তোমাকে বলিতেছি, যাবৎ তুমি তিন বার আমাকে অস্বীকার না কর, তাবৎ মোরগ ডাকিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 জবাবে ঈসা বললেন, আমার জন্য তুমি কি তোমার প্রাণ দেবে? সত্যি, সত্যি, আমি তোমাকে বলছি, যতক্ষণ তুমি তিন বার আমাকে অস্বীকার না কর, ততক্ষণ মোরগ ডাকবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 তখন যীশু উত্তর দিলেন, “তুমি কি সত্যিই আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যিই বলছি, মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যীশু বললেন, সত্যিই কি তুমি আমার জন্য জীবন দিতে পারবে? কিন্তু সত্যিই তোমাকে আমি বলছি, মোরগ ডেকে ওঠার আগে আমাকে তুমি তিনবার অস্বীকার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 যীশু উত্তর করিলেন, আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দিবে? সত্য, সত্য, আমি তোমাকে বলিতেছি, যাবৎ তুমি তিন বার আমাকে অস্বীকার না কর, তাবৎ কুকুড়া ডাকিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 যীশু তাকে বললেন, “তুমি কি সত্যি আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি বলছি; কাল ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। অধ্যায় দেখুন |