যোহন 13:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 বৎসেরা, এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা আমার অন্বেষণ করিবে, আর আমি যেমন যিহূদীদিগকে বলিয়াছিলাম, ‘আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা যাইতে পার না,’ তদ্রূপ এখন তোমাদিগকেও বলিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 সন্তানেরা, এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা আমার খোঁজ করবে, আর আমি যেমন ইহুদীদেরকে বলেছিলাম। ‘আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা যেতে পার না,’ তেমনি তোমাদেরকেও এখন তা-ই বলছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 “বৎসেরা, আমি আর কিছুকাল তোমাদের সঙ্গে থাকব। তোমরা আমার সন্ধান করবে, আর ইহুদিদের যেমন বলেছি, এখন তোমাদেরও বলছি, আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে আসতে পারো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 বৎসগণ, আর অল্পকাল তোমাদের সঙ্গে আমি আছি। তারপর আমাকে তোমরা খুঁজবে এবং ইহুদীদের যেমন বলেছি তেমনি তোমাদেরও বলছি, যেখানে আমি যাচ্ছি সেখানে তোমরা যেতে পার না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 বৎসেরা, এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা আমার অন্বেষণ করিবে, আর আমি যেমন যিহূদীদিগকে বলিয়াছিলাম, ‘আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা যাইতে পার না,’ তদ্রূপ এখন তোমাদিগকেও বলিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 আমার প্রিয় সন্তানরা, আমি আর কিছু সময় তোমাদের সঙ্গে থাকব। তোমরা আমায় খুঁজবে, আর আমি যেমন ইহুদী নেতাদের বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতে পার না, সেই কথাই এখন তোমাদেরও বলছি। অধ্যায় দেখুন |