যোহন 13:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তাহাতে তিনি সেইরূপ বসিয়া থাকাতে যীশুর বক্ষঃস্থলের দিকে পশ্চাতে হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাতে তিনি সেরকম ভাবে বসে থাকাতে ঈসার বুকের দিকে মাথা কাত করে বললেন, প্রভু, সে কে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 যীশুর বুকের দিকে পিছন ফিরে তিনি জিজ্ঞাসা করলেন, “প্রভু, সে কে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তখন সেই শিষ্য যীশুর গায়ে হেলে পড়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কে সে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাতে তিনি সেইরূপ বসিয়া থাকাতে যীশুর বক্ষঃস্থলের দিকে পশ্চাতে হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তখন তিনি যীশুর বুকের উপর ঝুঁকে পড়ে তাঁকে জিজ্ঞেস করলেন, “প্রভু, সে কে?” অধ্যায় দেখুন |