যোহন 12:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)44 যীশু উচ্চৈঃস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে, সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাতেই বিশ্বাস করে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 ঈসা উচ্চৈঃস্বরে বললেন, যে আমার উপর ঈমান আনে সে আমার উপর নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর উপরই ঈমান আনে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 যীশু তখন উচ্চকণ্ঠে বললেন, “কোনো মানুষ যখন আমাকে বিশ্বাস করে তখন সে শুধু আমাকেই নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেও বিশ্বাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 যীশু উচ্চকন্ঠে ঘোষণা করলেন, যে আমাকে বিশ্বাস করে সে শুধু আমাকেই নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বিশ্বাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 যীশু উচ্চৈঃস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে, সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাতেই বিশ্বাস করে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 যীশু চিৎকার করে বললেন, “যে আমাকে বিশ্বাস করে সে, প্রকৃতপক্ষে যিনি আমায় পাঠিয়েছেন, তাঁকেই বিশ্বাস করে। অধ্যায় দেখুন |