যোহন 12:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 কিন্তু যদিও তিনি তাহাদের সাক্ষাতে এত চিহ্ন-কার্য করিয়াছিলেন, তথাপি তাহারা তাঁহাতে বিশ্বাস করিল না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 কিন্তু যদিও তিনি তাদের সাক্ষাতে এত চিহ্ন-কাজ করেছিলেন, তবুও তারা তাঁর উপর ঈমান আনলো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 যীশু ইহুদিদের সামনে এই সমস্ত চিহ্নকাজ সম্পাদন করলেন। তবুও তারা তাঁকে বিশ্বাস করল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 সকলের সামনে বহু ঐশী নিদর্শনযুক্ত কাজ করা সত্ত্বেও তারা যীশুকে বিশ্বাস করল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 কিন্তু যদিও তিনি তাহাদের সাক্ষাতে এত চিহ্ন-কার্য্য করিয়াছিলেন, তথাপি তাহারা তাঁহাকে বিশ্বাস করিল না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 যদিও যীশু তাদের চোখের সামনেই প্রচুর অলৌকিক চিহ্নকার্য করলেন, তবু তারা তাঁকে বিশ্বাস করল না। অধ্যায় দেখুন |