যোহন 11:55 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)55 তখন যিহূদীদের নিস্তারপর্ব সন্নিকট ছিল, এবং অনেক লোক আপনাদিগকে শুচি করিবার জন্য নিস্তারপর্বের পূর্বে জনপদ হইতে যিরূশালেমে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস55 তখন ইহুদীদের ঈদুল ফেসাখ সন্নিকট ছিল এবং অনেক লোক নিজেদের পাক-পবিত্র করার জন্য ঈদুল ফেসাখের আগে জনপদ থেকে জেরুশালেমে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ55 ইহুদিদের নিস্তারপর্বের সময় প্রায় এসে গেল; নিস্তারপর্বের আগে আনুষ্ঠানিক শুদ্ধকরণের জন্য বহু লোক গ্রামাঞ্চল থেকে জেরুশালেমে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)55 ইহুদীদের তারণোৎসব আসন্ন হওয়ায় উৎসবের আগে নিজেদের শুচি করার জন্য বহু লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেরুশালেমে যেতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)55 তখন যিহূদীদের নিস্তারপর্ব্ব সন্নিকট ছিল, এবং অনেক লোক আপনাদিগকে শুচি করিবার জন্য নিস্তারপর্ব্বের পূর্ব্বে জনপদ হইতে যিরূশালেমে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল55 ইহুদীদের নিস্তারপর্ব এগিয়ে আসছিল, আর অনেক লোক নিজেদের শুচি করবার জন্য নিস্তারপর্বের আগেই দেশ থেকে জেরুশালেমে গেল। অধ্যায় দেখুন |