Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 11:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

29 তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাঁহার নিকটে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 তিনি এই কথা শুনে শীঘ্র উঠে তাঁর কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 একথা শুনে মরিয়ম তাড়াতাড়ি উঠে তাঁর কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 এ কথা শুনে মরিয়ম তাড়াতাড়ি তাঁর কাছে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাঁহার নিকটে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 মরিয়ম একথা শুনে তাড়াতাড়ি করে যীশুর কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি




যোহন 11:29
7 ক্রস রেফারেন্স  

মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়; আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।


আমার মন তোমাকে বলিল, [তুমি বলিলে,] ‘তোমরা আমার মুখের অন্বেষণ কর’; সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব।


লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।


ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছেন।


যীশু তখনও গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই; যেখানে মার্থা তাঁহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন, সেই স্থানেই ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন