যোহন 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাঁহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের নূর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাঁর মধ্যে জীবন ছিল। সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সমগ্র সৃষ্টির জীবন ছিল তাঁরই মধ্যে নিহিত, আর সেই জীবনই ছিল মানুষের কাছে ঈশ্বরের দেওয়া জ্যোতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাঁহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল। অধ্যায় দেখুন |