যোনা 2:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমার প্রাণ অবসন্ন হলে আমি মাবুদকে স্মরণ করলাম, আর আমার মুনাজাত তোমার কাছে, তোমার পবিত্র এবাদতখানায় উপস্থিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল, সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে গেল তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমার চেতনা লোপ করে মরণ যখন এগিয়ে আসছিল আমার দিকে তখন হে প্রভু পরমেশ্বর তোমাকে আমি স্মরণ করলাম, আমার মিনতি পৌঁছাল তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম। প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম। এবং আপনি আপনার পবিত্র মন্দিরে আমার প্রার্থনাগুলি শুনেছিলেন। অধ্যায় দেখুন |