যিহোশূয় 8:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তাহাতে নগরে অবস্থিত সকল লোককে ডাকা হইল, যেন তাহারা তাহাদের পশ্চাতে দৌড়াইয়া যায়। আর তাহারা যিহোশূয়ের পশ্চাতে পশ্চাতে গমন করিতে করিতে নগর হইতে দূরে আকর্ষিত হইল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তাতে নগরে অবস্থিত সমস্ত লোককে ডাকা হল, যেন তারা তাদের পিছনে দৌড়ে যায়। আর তারা ইউসার পিছনে পিছনে গমন করতে করতে নগর থেকে দূরে আকর্ষিত হল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অয়ের সব লোককে তাঁদের পশ্চাদ্ধাবন করার জন্য ডাকা হল, এবং তারা যিহোশূয়ের পশ্চাদ্ধাবন করল ও প্রলুব্ধ হয়ে নগর থেকে দূরে চলে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তাদের পিছনে তাড়া করার জন্য তখন নগরীর সমস্ত লোককে ডেকে জড়ো করা হল। তারা যিহোশূয়ের পিছনে ছুটতে ছুটতে নগর থেকে অনেক দূরে চলে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহাতে নগরে অবস্থিত সকল লোককে ডাকা হইল, যেন তাহারা তাহাদের পশ্চাতে দৌড়িয়া যায়। আর তাহারা যিহোশূয়ের পশ্চাতে পশ্চাতে গমন করিতে করিতে নগর হইতে দূরে আকর্ষিত হইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 শহরের সকলে হৈ-হৈ করে যিহোশূয় ও তাঁর সৈন্যবাহিনীকে তাড়া করতে লাগল। সব লোক শহর ছেড়ে চলে গেল। অধ্যায় দেখুন |