যিহোশূয় 8:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর তিনি অনুমান পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বেথেল ও অয়ের মধ্যস্থানে লুকিয়ে রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যিহোশূয় প্রায় 5,000 লোক নিয়ে নগরের পশ্চিমদিকে বেথেল ও অয়ের মাঝখানে তাদের গোপনে লুকিয়ে রাখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যিহোশূয় আনুমানিক পাঁচ হাজার সৈন্যকে নগরের পশ্চিম দিকে অয় ও বেথেলের মাঝখানে একটি জায়গায় লুকিয়ে রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিমদিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তারপর যিহোশূয় প্রায় 5000 সৈন্য বেছে নিলেন। তিনি তাদের শহরের পশ্চিমে বৈথেল এবং অয়ের মাঝখানে লুকিয়ে থাকার জন্য পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুন |