যিহোশূয় 7:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে তারা ইউসার কাছে ফিরে এসে বললো, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিংবা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজিত করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করলেও হয়, কেননা সেই স্থানের লোক অল্প। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যিহোশূয়ের কাছে ফিরে এসে তারা বলল, “অয়ের বিরুদ্ধে সমগ্র সৈন্যদল যাওয়ার প্রয়োজন নেই। সেটি অধিকার করার জন্য 2,000 বা 3,000 লোক পাঠান এবং সমগ্র সৈন্যদলকে কষ্ট দেবেন না, কারণ সেখানে মাত্র অল্প কিছু লোকই বসবাস করে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ফিরে এসে তারা যিহোশূয়কে বলল, ওখানে সকলে না গেলেও চলে, দুই বা তিন হাজার লোক গিয়ে অয় নগর আক্রমণ করুক। সমস্ত লোকেরা সেখানে কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে লোকসংখ্যা অল্প। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সে স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক; সে স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 কিছুদিন পর তারা যিহোশূয়র কাছে ফিরে এলো। তারা বলল, “অয় বেশ দুর্বল জায়গা। দখল করার জন্য আমাদের সকলের যাবার দরকার নেই। 2000 অথবা 3000 লোক পাঠালেই চলবে। গোটা সৈন্যবাহিনী কাজে লাগাবার দরকার নেই। খুব কম লোকই সেখানে আছে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে।” অধ্যায় দেখুন |