যিহোশূয় 6:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর লোকেরা নগর ও তথাকার সমস্ত বস্তু আগুনে পোড়াইয়া দিল, কেবল রৌপ্য ও স্বর্ণ, এবং পিত্তলের ও লৌহের পাত্র সকল সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর লোকেরা নগর ও সেই স্থানের সমস্ত বস্তু আগুনে পুড়িয়ে দিল, কেবল রূপা ও সোনা এবং ব্রোঞ্জের ও লোহার সমস্ত পাত্র মাবুদের গৃহের ভাণ্ডারে রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 পরে তারা সমস্ত নগরটি ও তার মধ্যে থাকা সবকিছু পুড়িয়ে দিল, কিন্তু তারা সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার তৈরি সমস্ত জিনিসপত্র নিয়ে সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তারপর লোকেরা নগরে আগুন লাগিয়ে সেখানকার সব কিছু পুড়িয়ে দিল, কেবল সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরী পাত্রগুলি মন্দিরের কোষাগারে জমা দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর লোকেরা নগর ও তথাকার সমস্ত বস্তু আগুনে পোড়াইয়া দিল, কেবল রৌপ্য ও স্বর্ণ, এবং পিত্তলের ও লৌহের পাত্র সকল সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তারপর ইস্রায়েলবাসীরা সমস্ত শহর জ্বালিয়ে দিল। সোনা, রূপো, পিতল আর লোহার তৈরী জিনিস ছাড়া আর সব কিছুই তারা জ্বালিয়ে দিল। তারা ঐ জিনিসগুলি প্রভুর কোষাগারে রাখল। অধ্যায় দেখুন |