যিহোশূয় 6:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর যিহোশূয় লোকদিগকে বলিলেন, তোমরা সিংহনাদ করিও না, আপন আপন রব শুনাইও না, তোমাদের মুখ হইতে বাক্য নির্গত না হউক; পরে আমি যে দিন সিংহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সেই দিন তোমরা সিংহনাদ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর ইউসা লোকদের বললেন, তোমরা সিংহনাদ করো না, নিজ নিজ ধ্বনি শুনো না, তোমাদের মুখ থেকে কোন কথা বের না হোক। পরে আমি যেদিন সিংহনাদ করতে তোমাদের হুকুম করবো সেদিন তোমরা তা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু যিহোশূয় সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা রণহুঙ্কার দিয়ো না, তোমাদের কণ্ঠস্বর তীব্র কোরো না, যতদিন না আমি তোমাদের চিৎকার করতে বলছি, ততদিন একটি কথাও বোলো না। পরে তোমরা চিৎকার কোরো!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যিহোশূয় জনতাকে নির্দেশ দিলেন, তোমরা রণহুঙ্কার দিও না, কোনরকম আওয়াজ করো না বা কেউ কথা বলো না, আমি যেদিন বলব কেবল সেই দিনই তোমরা রণহুঙ্কার দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর যিহোশূয় লোকদিগকে বলিলেন, তোমরা সিংহনাদ করিও না, আপন আপন রব শুনাইও না, তোমাদের মুখ হইতে বাক্য নির্গত না হউক; পরে আমি যে দিন সিংহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সেই দিন তোমরা সিংহনাদ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যিহোশূয় তাদের যুদ্ধধ্বনি দিতে বারণ করলেন। তিনি বললেন, “এখন চিৎকার কোরো না। আমি তোমাদের না বলা পর্যন্ত একটা কথাও বলবে না। যেদিন বলব সেদিন চেঁচিয়ো।” অধ্যায় দেখুন |