যিহোশূয় 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 সেই নিস্তারপর্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়ীশুন্য রুটি ও ভাজা শস্য ভোজন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সেই ঈদুল ফেসাখের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেই দিনে খামিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 নিস্তারপর্বের পরের দিন, ঠিক সেদিনই, তারা সেই দেশে উৎপন্ন শস্যের খানিকটা: খামিরবিহীন রুটি ও সেঁকা শস্য ভোজন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তারণোৎসবের পরের দিন তারা সেই দেশে উৎপন্ন শস্যের তৈরী খামিরবিহীন রুটি ও ভাজা শস্য ভোজন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সেই নিস্তারপর্ব্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়ীশূন্য রুটী ও ভাজা শস্য ভোজন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 নিস্তারপর্ব উৎসবের পরের দিন তারা সে দেশের উৎপন্ন খাদ্য দ্রব্যই খেয়েছিল। তারা খেয়েছিল খামিরবিহীন রুটি আর ভাজা দানাশস্য। অধ্যায় দেখুন |