যিহোশূয় 5:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 ইস্রায়েল-সন্তানগণ গিল্গলে শিবির স্থাপন করিল; আর সেই মাসের চতুর্দশ দিনের সায়ংকালে যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব পালন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বনি-ইসরাইল গিল্গলে শিবির স্থাপন করলো; আর সেই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা জেরিকোর সমভূমিতে ঈদুল ফেসাখ পালন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যিরীহোর সমভূমিতে গিল্গলে শিবির স্থাপন করে থাকার সময়, মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় ইস্রায়েলীরা নিস্তারপর্ব উদ্যাপন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 ইসরায়েলীরা গিল্গলে শিবির স্থাপন করল এবং সেই মাসের চৌদ্দ তারিখে সন্ধ্যায় যিরিহো উপত্যকায় তারণোত্সব পালন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ইস্রায়েল-সন্তানগণ গিল্গলে শিবির স্থাপন করিল; আর সেই মাসের চতুর্দ্দশ দিনের সায়ংকালে যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ইস্রায়েলের লোকরা নিস্তারপর্ব উৎসব পালন করল। যিরীহোর সমতলভূমিতে গিল্গলে যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানেই তারা উৎসব করল। সেই মাসের 14তম দিনে সন্ধ্যাবেলা সেই উৎসব হল। অধ্যায় দেখুন |